শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের সাংবাদিকদেরকে হুমকি দিলেন ট্রাম্প

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১২:০১

ফের সাংবাদিকদের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে সাংবাদিকদের বলেন, সাংবাদিকেরা তার সঙ্গে শোভনীয় আচরণ না করলে সংবাদ সম্মেলন ত্যাগ করবেন তিনি। খবর বিবিসির। 

সম্প্রতি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের সময় সিএনএনের সাংবাদিক জিম অ্যা কোস্টার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন এই প্রেসিডেন্ট। সেই ঘটনার জেরে জিমকে  হোয়াইট হাউসে নিসিদ্ধ ঘোষণা করেন।

এর প্রতিবাদে ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা করেন সিএনএন। সেই মামলায় জয়ী হয় সিএনএন। তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্য, সবাইকে শোভনীয় আচরণ করতে হবে। এবং নিয়ম নীতি মানতে হবে। যদি কেউ না মানে তাহলে আমরা আদালতে যাবো এবং জয়ী হব। এর থেকে বড় কথা কেউ তা না শুনলে আমরা সংবাদ সম্মেলন ত্যাগ করবো। এতে নিশ্চই আপনারা কেউ খুশী হবেন না। 

এছাড়া তিনি বলেন, আপনারা তিন চারটার বেশী প্রশ্ন করতে পারবেন না। এবং প্রশ্ন করতে দাঁড়াবেন কিন্তু আর বসবেন না এমনটা হবে না। আপনাদের শালীনতা অনুশীলন করতে হবে। 

 ইত্তেফাক/এসআর