বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ঘূর্ণিঝড় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১২:২৯

ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।  দেশটির পক্ষ থেকে আজ শনিবার এই তথ্য জানানো হয়। খবর জি নিউজের। 

'গাজা' দেশটির তামিলনাড়ু রাজ্যের ৬টি জেলায় তাণ্ডব চালায়। ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্থ তামিলনাড়ুর নাগাপট্টিনম, বেদারানায়ম সহ রাজ্যের একাধিক এলাকা।

অন্যদিকে এনডিটিভির খবরে বলা হয়, বড় ধরণের দুর্ঘটনা এড়াতে ওইসব অঞ্চলের প্রায় এক লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।  

বিধ্বংসী গাজার তাণ্ডবে ওইসব অঞ্চলের রাস্তাঘাট, বাড়ি-ঘর, ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। থমকে গেছে যানচলাচল। বিদ্যুৎহীন হয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চল।  

ইতিমধ্যে দেশটির সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। 

ইত্তেফাক/এসআর