শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে গত পাঁচ বছরে সাংবাদিক হত্যার কোন বিচার হয়নি: রিপোর্ট

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

গত পাঁচ বছরে পাকিস্তানে ২৬ জনের বেশী সাংবাদিক খুন হয়েছেন। কিন্তু সাংবাদিক হত্যাকারীদের  কারো কোন সাজা হয়নি। এমনটি বলছে এক রিপোর্ট। গতকাল শুক্রবার এমন এক রিপোর্ট প্রকাশিত হয়েছে পাকিস্তানে। খবর দ্য ডনের।   

'ফ্রিডমনেটওয়ার্ক' নামের রিপোর্টটি চলতি মাসের ২ তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু আসিয়া বিবির মুক্তির রায়ে উত্তাল হয়ে ওঠে ইসলামাবাদের রাজপথ। এজন্য রিপোর্টটি প্রকাশে বিলম্বিত হয় বলে জানানো হয়। 

পাকিস্তানে গত ২০১৩ থেকে ২০১৮ সালে ২৬ জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনার ওপর ভিত্তি করে করা হয় ওই রিপোর্ট। দেশটির জাতীয় প্রেসক্লাবে রিপোর্টটি প্রকাশ করা হয়। 

রিপোর্টে বলা হয়, দেশটির পাঞ্জাব শহর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক। যেখানে নিজেদের দায়িত্ব পালন করার সময় ৮ জন সাংবাদিক খুন হন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ায় ৭ জন এবং সিন্ধে ও বালুস্তানে ৫ জন খুন সাংবাদিক তাদের দায়িত্ব পালনের সময়  সন্ত্রাসীদের হাতে নিহত হন। 

এছাড়া সাংবাদিক হত্যার বিচারে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এসআর