শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিলামে উঠছে টাইটানিক জাহাজের রহস্যময় আয়না

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:৫৩

১৯১২ সালের ১৪ এপ্রিল মাঝ সমুদ্রে হিমশৈলের চূড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় টাইটানিক জাহাজ। পৃথিবীর ইতিহাসে সেই কালোদিনের ১১০ বছর পর নিলামে উঠছে জাহাজটির এক নাবিকের রহস্যময় আয়না।

আয়নার মালিকের নাম এডওয়ার্ড জন স্মিথ। টাইটানিক জাহাজের অন্যতম নাবিক। এই আয়নাকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেইলি মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিলামে উঠতে চলেছে টাইটানিকের নাবিক এডওয়ার্ড জন স্মিথের ব্যবহৃত আয়না। এই আয়নার নিলামে বিপুল দাম উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ সম্পূর্ণ ভিন্ন। আয়নাটি বর্তমান ব্যবহারকারীদের দাবি, মাঝেমধ্যেই আয়নায় মালিকের মুখ ভেসে ওঠে। সেটিই আয়নাটির আগ্রহের প্রধান কারণ।

টাইটানিকের ঘটনা সবার জানা থাকলেও অনেকেই জানে না এডওয়ার্ড জন স্মিথ নামক এই নাবিকের কথা। নিলামের সূত্র ধরে এখন যখন তার নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।

আরও পড়ুনঃ ভারতের সবচেয়ে দূষিত শহর কলকাতা

নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দর হাঁকা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকা। কারণ টাইটানিক নিয়ে আজও মানুষের উৎসাহের শেষ নেই। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে আয়নাটির।

ইত্তেফাক/টিএস