বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাশোগি হত্যাকাণ্ডে নিশ্চুপ সৌদি বাদশা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৪:৩৯

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর তরফ থেকে বলা হয়, জামাল খাশোগির হত্যাকাণ্ডের নির্দেশ সৌদি যুবরাজের। এছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ হত্যাকাণ্ডের শুরু থেকে যুবরাজের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছিল।

তবে সৌদি আরবের পক্ষ থেকে বরাবর বলা হয়, খাশোগির খুন হওয়ার ব্যাপারে সৌদি যুবরাজ কোনভাবেই জড়িত নেই। 

এদিকে গতকাল সোমবার সৌদির সুরা কাউন্সিলে দেশটির বাদশা সালমান বিন আব্দুলাজিজ খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চুপ ছিলেন।  

তবে তিনি গতকাল বলেন, আমাদের প্রশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সদা প্রস্তুত। 

উল্লেখ্য, তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি। 

ইত্তেফাক/এসআর