বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউ ইয়র্কে পানশালার বাথরুমে হিন্দু দেব-দেবীর ছবি, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৯:৪৫

আমেরিকার নিউ ইয়র্কে একটি পানশালার বাথরুমের দেওয়ালে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেব-দেবীর ছবি। আর তা চোখে পড়ে ভারতীয় বংশোদ্ভূত মহিলা অঙ্কিতা মিশ্রর। ব্যাপারটি তিনি মোটেই মেনে নিতে পারেননি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ঝড় ওঠে ভারত জুড়ে। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভারত জুড়ে এর তীব্র সমালোচনার ঝড় নামে। 

অঙ্কিতা মিশ্র জানান, কয়েকদিন আগে ওই পানশালার ভিআইপি বাথরুমে গিয়ে দেখি লক্ষী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কালী, শিব, রাধা, কৃষ্ণ সবার ছবি দেওয়ালে লাগানো আছে। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানাই আমি।  

তিনি আরো জানান, পরবর্তীতে ওই পানশালার কর্তৃপক্ষকে চিঠি লিখেন তিনি এর প্রতিবাদে। তাতে অবশ্য সায় দেয় পানশালার কর্তৃপক্ষ।

ইতিমধ্যে বাথারুম থেকে সকল দেবদেবীর ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে জানায়। ওই পানশালার ভাষ্য, ওইসব ছবি যে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দেব-দেবীর তারা তা জানে না। এজন্য অবশ্য ক্ষমাও চেয়েছে মালিক পক্ষ। 

ইত্তেফাক/এসআর