শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরব আমিরাতেও আর্থিক সহায়তার আবেদন ইমরানের!

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১০:৫৯

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যে চীন সফর সম্পন্ন করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তিনি আরব আমিরাতেও সাহায্যের আবেদন করেছেন বলে এক খবরে বলা হয়।  

ইতিমধ্যে আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেসে আবুধাবির যুবরাজ এবং সেনাবাহিনীর ডেপুটি কমান্ডারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এই নিয়ে গত দু’মাসে দ্বিতীয়বার ইমরান আমিরশাহি সফরে গেলেন। এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বর্তমানে পাকিস্তানের যা আর্থিক অবস্থা তাতে অবশ্যই পাক প্রধানমন্ত্রীর এই সফরের দিকেই তাকিয়ে সবাই।

এক খবরে বলা হয়, ‘ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)-এর আওতায় কোটি কোটি ডলার সাহায্য প্রার্থনার জন্যই ইমরান দুবাই সফর করেন।  

ওই খবরে আরো জানা যায়, আইএমএফ-এর আওতায় নগদ এবং তেল রপ্তানির মাধ্যমে আমিরশাহির কাছ থেকে পাকিস্তান ৬০০ কোটি মার্কিন ডলার সাহায্য চায়। 

তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, আবুধাবিতে ইমরানের সফরের সঙ্গে আর্থিক সাহায্য চাওয়ার কোন সম্পর্ক নেই।

ইত্তেফাক/এসআর