শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১০০-র ওপরে সকল ভারতীয় নোট নিষিদ্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩

ভারতীয় ২০০০টাকা, ৫০০টাকা এবং ২০০টাকার নোট ব্যবহার নিষিদ্ধ করলো প্রতিবেশী দেশ নেপাল। দেশটির সরকারের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। 

নেপালের পক্ষ থেকে বলা হয়, ভারতের এই তিন ধরণের নোট নেপালে আর ব্যবহার করা যাবে না। নেপালের ক্যাবিনেট মিটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানানো হয়। 

নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকুল প্রসাদ বাসকটা এই তথ্য নিশ্চিত করেছেন বলে দ্য কাঠমাণ্ডু পোস্টের খবরে বলা হয়েছে। 

তবে নেপালের এই নিষেধাজ্ঞার ফলে ভারতের মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পর্যটকদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: সোমালিয়ায় সংঘর্ষে নিহত ১১

নেপাল ২০২০ সালকে তাদের ‘ভিজিট নেপাল ইয়ার’ হিসেবে তুলে ধরার পরিকল্পনা করেছে। দেশটির ধারণা ওইসময় নেপালে প্রচুর পর্যটকের আগমন ঘটবে। তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি হতে পারে। তারই প্রেক্ষিতে প্রস্তুতি হিসেবে ভারতীয় এসব নোট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলো দেশটি। তথ্য সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস/ দ্য কাঠমাণ্ডু পোস্ট।

ইত্তেফাক/এসআর