শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৬

বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ  এই মন্তব্য করেন।  

কাতার সফররত জারিফ শনিবার দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বলেন, আমরা আমেরিকার নিষেধাজ্ঞার কারণে চাপের মুখে আছি। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের নীতিতে কখনোই পরিবর্তন আনবো না।  

তিনি ওই সম্মেলনে আরো বলেন, ইরানের এমন কোন শিল্প যদি থেকে থাকে তা হল নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইরানের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখা। 

আমেরিকা চলতি বছরের নভেম্বরে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইরানের ওপর শর্ত বেঁধে দেয়। 

আরো পড়ুন: শ্যালিকার নগ্ন ছবি অনলাইনে, দুলাভাইকে খুঁজছে পুলিশ 

এ ব্যাপারে  জারিফ বলেন, আমেরিকা ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যে ১২টি শর্ত দিয়েছে তা কোনভাবেই মেনে নিবে না ইরান। 

জারিফ বলেন, আমেরিকার ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামাতে চেয়েছিল। কিন্তু ইরান দেদারছে বিভিন্ন দেশে তেল রপ্তানি করছে।  

ইত্তেফাক/এসআর