বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমেরিকাকে ফের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯

নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রশাসনের ওপর বেজায় চটেছে উত্তর কোরিয়ার। দেশটি এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি করে বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। 

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ট্রাম্প প্রশাসন সোমবার উত্তর কোরিয়ার তিন তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন প্রশাসন গত ৬ মাসে আটবার উত্তর কোরিয়ার বিরুদ্দে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যেসব অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলোই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। 

আরো পড়ুন: ৩শ-নারীকে-ধর্ষণের-অভিযোগ-পালালো-বিশ্বখ্যাত-আধ্যাত্মিক-গুরু

কেসিএনএ আরো জানায়, চলতি বছরের জুনে সিঙ্গাপুরে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার পরও মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে তা ওই বৈঠকের পরিপন্থি। তথ্য সূত্র: বিবিসি/গার্ডিয়ান। 

ইত্তেফাক/এসআর