বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন সংবিধান রচনায় সিরিয়াকে চাপ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩০

সিরিয়ার জন্য একটি নতুন সংবিধান রচনার দায়িত্বে নিয়োজিত কমিটি আগামী বছরের গোড়ার দিক থেকেই কাজ শুরু করবে। রাশিয়া, তুরস্ক, ইরান ও জাতিসংঘ মঙ্গলবার এই আশাবাদ ব্যক্ত করেছে। এজন্য সিরিয়ার ওপর এক প্রকার চাপ সৃষ্টি করা হয়েছে। খবর এএফপি’র।

মস্কো ও তেহরান সমর্থিত দামেস্ক সরকার এখন পর্যন্ত এই কমিটির ব্যাপারে সম্মত হয়নি। তারা কেবলমাত্র সিরিয়ার বিদ্যমান সংবিধান পুন:সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করবে।

এদিকে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত স্টাফান ডি মিসতুরার সাথে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা পাঠ করেন। এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ জাভেদ জারিফ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার পাশে ছিলেন।

লাভরভ বলেন, রাশিয়া, ইরান ও বিরোধী পক্ষের সমর্থক তুরস্ক ‘আগামী বছরের শুরুতে জেনেভায় সাংবিধানিক কমিটির প্রথম বৈঠক আয়োজনের ব্যাপারে প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছে।’

এই কমিটি সিরিয়ায় জাতিসংঘ শান্তি প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। আর এটার লক্ষ্যই হচ্ছে দেশটিতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যাতে সিরিয়ায় চলা সাত বছরের যুদ্ধের অবসান ঘটে।

ইত্তেফাক/এসআর