বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'উসমান' ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৬

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:৩১

ফিলিপাইনে 'উসমান' ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয়ভাবে ‘উসমান’ নামে অভিহিত ঝড়টি গত ২৯ ডিসেম্বর আঘাত হানে। রবিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানান। খবর এনডিটিভির।  

ওই কর্মকর্তারা আরো জানান, ম্যানিলার দক্ষিণ-পূর্ব পার্বত্য বিকল অঞ্চলে ঝড়ে ১০০ জনের মৃত্যু হয়। এছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় সমার দ্বীপে ১১ জন প্রাণ হারায়। এদের অধিকাংশ ভূমিধস ও বন্যাজনিতকারণে মারা যায়।  

বিকল অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক ক্লাউদিও ইয়োকট বলেন, এখন আমরা ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিস্কার করছি। 

খবরে বলা হয়, প্রচন্ড ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।

ইয়োকট বলেন, লোকজন বড়দিনের ছুটির আমেজে থাকায় এবং গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি না করায় এ ব্যাপারে অনেক লোক প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঝড়ের ফলে দেড় লক্ষাধিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ঝড়ে প্রায় ৭৫ জন আহত হয়েছে। 

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ঝড় কবলিত অঞ্চল পরিদর্শন করেন। 

উল্লেখ্য, ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০ টি ঘূর্ণিঝড় আঘাত হানে।

ইত্তেফাক/এসআর