বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইস্পাতের দেয়াল নির্মাণে ফের ৫৭০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৪

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আবারও ৫৭০ কোটি মার্কিন ডলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার একথা বললেও তিনি জরুরি অবস্থা জারি করেননি।

ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘সার্বিক সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সীমান্ত বেড়া নির্মাণের জন্য ৫৭০ কোটি মার্কিন ডলারের আবেদন করেছেন।’

আরো পড়ুন: সাভারে আজও চলছে শ্রমিক বিক্ষোভ

ট্রাম্প কয়েকদিন ধরে সীমান্তে জরুরি অবস্থা জারির করা বলে আসছিলেন। এটা করলে তিনি কংগ্রেসকে এড়িয়ে এই দেয়াল নির্মাণের জন্য অর্থ নিতে পারবেন।

কংগ্রেস এই প্রকল্পের জন্য অথের্র অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

ইত্তেফাক/কেআই