বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রেক্সিট চুক্তি ব্যর্থ হলে জাতীয় নির্বাচন চাইবেন করবিন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৩:৩২

যুক্তরাজ্যের প্রধান বিরোধিদল লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী সপ্তাহে পার্লামেন্টে তার ব্রেক্সিট চুক্তি পাসে ব্যর্থ হলে তিনি নতুন একটি গণভোট করার চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় নির্বাচনই চাইবেন।

আরো পড়ুন: মার্চে ধাপে ধাপে উপজেলা পরিষদে ভোট 

বহুল আলোচিত ব্রেক্সিট চুক্তিটি নিয়ে ১৫ জানুয়ারি পার্লামেন্টে এমপি’দের ভোট হওয়ার কথা আছে। করবিন বলেছেন, তিনি চুক্তির বিপক্ষেই ভোট দেবেন। আর পার্লামেন্টে অন্যান্যদের ভোটে চুক্তিটি পাস না হলে নতুন করে একটি জাতীয় নির্বাচন দেওয়াই উচিত। তবে মে নির্বাচন না ডাকলে তখন লেবার পার্টি গণভোটের পথে যেতে পারে বলে জানান করবিন।

ইত্তেফাক/আরকেজি