শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একটুও ইংরেজি বলতে পারে না মোদি: মমতা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৯:১৪

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইংরেজি ভাষার পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতার দাবি, মোদি এক বর্ণও ইংরেজি বলতে পারে না। খবর এনডিটিভির। 

গত বৃহস্পতিবার এক প্রশাসনিক সভায় অংশ নিতে নদিয়ায় যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে মমতা বলেন, মোদি অনেক সভায় এত ভাষণ দেন। কিন্তু তিনি এক এক বর্ণও ইংরেজি বলতে পারেননা।

তিনি আরো বলেন, ইংরেজি বলতে না পারার কারণে মোদি বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার দেখে ইংরেজি বলেন। সব গণমাধ্যমই এটা জানে। আমরাও জানি, আপনি (মোদি) স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, বক্তব্যটা দেখছেন আর তা দেখে পুরোটা গড়গড় করে পড়ে যাচ্ছেন।  

আরো পড়ুন: সৌদি তরুণীকে আশ্রয় দিল কানাডা

এছাড়া ওই সভায় নরেন্দ্র মোদির স্বাস্থ্য প্রকল্পেরও কড়া সমালোচনা করেন মমতা। মমতার দাবি বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করছে মোদি সরকার। 

ইত্তেফাক/এসআর