শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফ্রিকায় সামরিক ঘাঁটি গড়ছে রাশিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৪:২৯

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর)-এ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে রাশিয়া। ইতিমধ্যে একটি চুক্তির আওতায় দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়ান সেনারা।  

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী ম্যারি নোয়েলে কোইয়ারা রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে জানান, মস্কো ও বাংগুইয়ের মধ্যে গত আগস্ট মাসে স্বাক্ষর হওয়া চুক্তির মাধ্যমে তার দেশে রুশ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা সম্ভব। 

 

তিনি আরো বলেন, আমাদের দেশের রাশিয়ার সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার কথা নির্দিষ্টভাবে কিছু বলা হয় নি, কিন্তু ওই চুক্তির আওতায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সম্ভাবনা বাদ দেয়া হয় নি।

আরো পড়ুন: ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্র 

এছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী ম্যারি বলেন, আমাদের দেশের নাগরিক রাশিয়াকে অনেক ভালভাবে উপলব্ধি করতে পারে। রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু হলে আমাদের জনগন মনে করে দেশের ভাল কিছু একটা হতে যাচ্ছে। তথ্যসূত্র: প্রেসটিভি। 

ইত্তেফাক/এসআর