বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একে একে ৬ যাত্রীকে খুন করলেন উবার চালক

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬

যাত্রাপথেই ৬জন যাত্রীকে খুন করেছেন এক মার্কিন উবারচালক। আদালতে দেয়া জবানবন্দীতে বিষয়টি স্বীকারও করে নিয়েছেন ৪৮ বছর বয়সী এই চালক। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। খবর গার্ডিয়ানের।

আদালতে জেসন ডালটন নামে ওই চালকের দেয়া জবানবন্দী থেকে জানা যায়, ৩টি পৃথক স্থানে ৮জনকে খুন করার চেষ্টা করেছিলেন তিনি। এর মধ্যে ৬টি চেষ্টা সফল হয়।

মিশিগানের একটি রেস্তোরাঁর সামনেই ৪ জন মহিলাকে খুন করেন তিনি। তারপর পিকআপের অপেক্ষায় থাকা  এক বাবা-ছেলেও হয় তার শিকার।

আদালতে কয়েক বছর ধরেই এই মামলা চলেছিলো। সোমবার নিজে থেকেই দোষ স্বীকার করে নেন ডালটন।

কেন এভাবে কারণ ছাড়া পরপর খুন করেছেন তিনি? উত্তরে কোন জবাব দিতে পারেননি ডালটন। প্রথম জীবনে বিমা কোম্পানির কর্মী ছিলেন। আগে কোন অপরাধের রেকর্ডও নেই।

আরও পড়ুনঃ বিপাকে রোনালদো , ডিএনএ পরীক্ষার নির্দেশ পুলিশের

ডালটনের আইনজীবী বলেন, কেন এভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন সে ব্যাপারে কারও সঙ্গেই মুখ খোলেননি ডালটন।

ইত্তেফাক/টিএস