বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুদানে সরকার বিরোধী আন্দোলনে নিহত ২৪

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:০০

সুদানের সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানায়, দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে ২৪ জন নিহত হয়েছেন। শনিবার সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম এই তথ্য জানান। 

তিনি বলেন,  গত মাসে সরকার বিরোধী আন্দোলনে  ২৪ প্রাণ হারিয়েছেন। 

রুটির দাম বৃদ্ধিতে গত ১৯ ডিসেম্বর থেকে সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। তা নিয়ে দেশটির পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বাড়িয়ে ৬ সেন্ট করেছে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভে ২২ জন নিহত হয়েছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৪০ জন নিহত হওয়ার খবর জানায়।

আরো পড়ুন: বরফে আচ্ছাদিত ইউরোপ 

ইত্তেফাক/এসআর