বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ভার্জিন মেয়েরা সিল করা বোতলের মতো’, বললেন অধ্যাপক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৩৩

‘ভার্জিন মেয়েরা ছিপি আটকানো বোতলের মতো’ এমন বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার। তার নারীবিদ্বেষী আচরণের বিরুদ্ধে সরব হয়েছে সারা ভারত। খবর এনডিটিভির।

সম্প্রতি ফেসবুকে মহিলাদের ভার্জিনিটি নিয়ে একটি পোস্ট দেন অধ্যাপক কনক সরকার।  সেখানে তিনি বলেন ‘ভার্জিন মেয়েরা সিল করা বোতল বা প্যাকেটের মতো। আপনি কী সিল ভাঙা কোল্ড ড্রিঙ্কের বোতল কিনতে চাইবেন?’

তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হতেই পোস্টটি ডিলিট করে দেন কনক। আগেও একাধিকবার নারী-বিদ্বেষী পোস্ট অথবা কমেন্ট করতে দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে।

ডিলিট করে দেওয়া সেই পোস্টের ছবি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমে ‘ইন্ডিয়া টুড়ে’। সেখানে  ২০ বছর ধরে কলেজে শিক্ষকতা করা এই অধ্যাপক আরও বলেন, ‘ভার্জিন স্ত্রী হলো হুরের মতো।’

এর আগে ২২ ডিসেম্বর আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে বলেন, ‘বিয়ের আগে ভার্জিন থাকলে একটা মেয়ের গর্ব করা উচিৎ, সেটা সেলিব্রেটও করা উচিৎ।’

আরও পড়ুনঃ বাবুর্চি নেই ট্রাম্পের, রেস্টুরেন্টের খাবারে অতিথি আপ্যায়ন

তার এইসব পোস্টের পরেই বিতর্কের ঝড় ওঠে। শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। দ্রুত ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানান, অভিযুক্ত অধ্যাপক আর ক্লাস নিতে পারবেন না এবং ক্যাম্পাসেও ঢুকতে পারবেন না।

ইত্তেফাক/টিএস