শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘে প্রতি তিনজন কর্মীর একজন যৌন হয়রানির শিকার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৯:৩৬

জাতিসংঘে প্রতি তিনজন কর্মীর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হন। আন্তর্জাতিক সংস্থাটির নিজস্ব প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে।

সংস্থার উদ্যোগে ডেলোয়িতি নামের একটি সংস্থার করা জরিপে দেখা যায়, অর্ধেকের বেশি কর্মী জানিয়েছেন, অফিসের পরিবেশই যৌন হয়রানিতে সহায়তা করে। ১৭ ভাগের বেশি কর্মী জানান, অফিসের বাইরে সামাজিক কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হতে হয়।

আরো পড়ুন: অনাস্থা ভোটে টিকে গেলেন থেরেসা মে

২১ দশমিক ৭ ভাগ জানায়, তাদেরকে যৌন গল্প বা কৌতুক শোনানো হয়। রিপোর্টের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটা আমাদের জন্য উদ্বেগজনক। রিপোর্ট প্রমাণ করে যে, আমাদের আরো অনেকদূর যেতে হবে।

বিশ্বজুড়ে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের প্রেক্ষিতে এই জরিপ চালানো হয়।-বিবিসি।

ইত্তেফাক/মোস্তাফিজ