শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাগ কমাতে যেতে পারেন এই দোকানে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:১৩

রাগ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এটি একটি স্বাভাবিক আবেগ। কখনো স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিরিক্ত রাগ ক্ষতির কারণ। যা শরীর ও মনের ক্ষতি করে। মাত্রা ছাড়িয়ে গেলে বা রাগের বিস্ফারণ হলে, এর পরিণতি হয় গুরুতর।

এই রাগ কীভাবে সামলানো হলো এটিই হচ্ছে বড় কথা। অনেকে সহজেই রাগ নিয়ন্ত্রণ করতে পারে। আবার অনেকে পারে না। এই কথা মাথায় রেখে চীনের বেইজিংয়ে গত বছরের সেপ্টেম্বরে ‘স্ম্যাশ’ নামে একটি দোকান খোলা হয়৷ সেখানে গিয়ে রাগ, ক্রোধ কিংবা হতাশা কমাতে মানুষ ইচ্ছেমতো জিনিসপত্র ভাঙতে পারে৷

আরো পড়ুন: মদ খেয়ে নাচতে কোন বাধা নেই: ভারতীয় সুপ্রিমকোর্ট

মদের বোতল থেকে নিয়ে পুরোনো কম্পিউটার, টিভি, ফার্নিচার, পুতুলসহ আরো অনেক কিছু ভাঙতে পারে মানুষ। এসব জিনিসপত্র ভেঙ্গে তারা হতাশা ও রাগ কমাতে চায়। পুরোনো জিনিসের দোকান থেকে এসব সংগ্রহ করা হয়। কম্পিউটার ভাঙার পর তার চিপ রিসাইকেলের জন্য আলাদা করে রাখা হয়।

ইতিমধ্যে দোকানটি জনপ্রিয় হয়ে উঠেছে৷ প্রতি মাসে গড়ে প্রায় ৬শ মানুষ যাচ্ছে এই দোকানে। এখানে আধ ঘণ্টার জন্য ২৩ ডলার দিতে হয়। দোকানটি প্রতিষ্ঠা করেন চীনের বাসিন্দা জিন মেং ও তার বন্ধুরা। এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিষ্ঠা করা হয় ‘অ্যাংগরি রুম’। সেখানেও মানুষ রাগ কমাতে আসে। সূত্র: ডয়েচে ভেলে

টেক্সাসের ‘অ্যাংগরি রুম’:

ইত্তেফাক/জেডএইচ