শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেব্রুয়ারিতে ‘কিম-ট্রাম্প’ দ্বিতীয় বৈঠক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১০:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় বৈঠক আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানায়।

বিবিসির খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ এ বৈঠক হবে। তবে বৈঠকটি ঠিক কোথায় হতে যাচ্ছে তা জানানো হয়নি। তবে একটি সূত্র জানায়, এ বৈঠক ভিয়েতনামে হতে পারে।

কিম জং উনের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চল ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের দিন-ক্ষণ নির্ধারণ করতে  বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন রাজধানীতে পৌঁছান। এরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকের ঘোষণা এলো।

আরো পড়ুন: তিন হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত টেসলার

বিবিসির খবরে বলা হয়েছে, কিমের পক্ষ থেকে ইয়ং চল ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন তাতে দ্বিতীয় বৈঠকের কথাই উল্লেখ থাকতে পারে। 

হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিম ইয়ং চলের প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেছেন। বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠক নিয়ে কথা হয়েছে।     

ইত্তেফাক/এসআর