বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছেলে সন্তানের মা হলেন টিউলিপ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০০:১০

ছেলে সন্তানের মা হয়েছেন ব্রিটেনের বিরোধী লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড র‌য়্যাল ফ্রি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার একটু আগে জন্ম হয় শিশুটির। তার নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। খবর লন্ডনের স্থানীয় সংবাদমাধ্যম কামডেন-নিউ-জার্নালের।

সন্তান জন্মদানের পর হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান টিউলিপ ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি। টিউলিপ বলেন, ‘আমরা ডাক্তার, নার্স, মিডওয়াইভসসহ র‌য়্যাল ফ্রি হাসপাতালের কর্মীদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমার সন্তানের জন্য তারা অসাধারণ পরিশ্রম করেছে।’

এর আগে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে সন্তান জন্মদান দুইদিন পিছিয়ে দিয়ে আলোচনায় আসেন টিউলিপ। বিষয়টি নিয়ে বিবিসিতে ‘ব্রেক্সিট ইস্যুতে ভোট দিতে সন্তান জন্মদান পেছালেন ব্রিটিশ এমপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ু্নঃ কাউন্সিল ডেকে বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনার প্রস্তাব

রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি

এটি টিউলিপ-পার্সি দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে আজালিয়া নামে তাদের একটি কন্যাসন্তান হয়।

টিউলিপ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

ইত্তেফাক/টিএস