বেপরোয়াভাবে চলছিল বাসটি। এরই মধ্যে বমি করার জন্য মুখটা জানালা দিয়ে বের করেছিলেন এক নারী। মুহূর্তেই একের পর এক লাইটপোস্টে ধাক্কা খেয়ে থেঁতলে যায় তার মাথা। শুক্রবার ভারতের মধ্যপ্রদেশে মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, স্থানীয় ডায়মন্ড ক্রসিংয়ের কাছে দুর্ঘটনার পরে আশা রাণি নামের ওই নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়। তিনি সতনা থেকে পাটনা যাচ্ছিলেন। বাসের জানলা থেকে ঝুঁকে পড়ে বমি করছিলেন, তখনই তার মাথা সজোরে লাইটপোস্টে ঠুকে যায়।
সদর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অরবিন্দ কুজুর পিটিআই-কে বলেন, ‘এত জোরে ধাক্কাটা লাগে যে মহিলার মাথাটি ঘাড় থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়। কুজুর জানান, বেপরোয়া বাস চালানোর অভিযোগে বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুনঃ সংলাপের ডাক গুতেরেসের, ধন্যবাদ দিলেন বাংলাদেশিদের
ময়নাতদন্তের পরে পরিবারের হাতে লাশ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নারীর বয়স ৫৬ বছর। তিনি কাছেই ছাতাপুর নামক স্থানে থাকতেন।
ইত্তেফাক/টিএস