গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার মাত্র দু’দিন পর ব্রিটেনের প্রিন্স ও রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপকে সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে দেখা গেছে। এ কারণে তাকে সতর্ক করেছে পুলিশ।
রোববার পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা গায় প্রিন্স ফিলিপ রাণীর ব্যক্তিগত স্যান্ডিনগ্রাম এস্টেটে সিট বেল্ট না বেঁধেই নতুন ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার চালাচ্ছেন।
নোরফক কাউন্টি পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘শনিবারের তোলা ছবির বিষয়ে সতর্ক হয়ে পুলিশ বাহিনী ফিলিপকে প্রয়োজনীয় কিছু উপদেশ দিয়েছে।’
রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ (৯৭) মাত্র দুদিন আগে বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় পড়েন। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে নোরফকে কাউন্টি বাসভবনের কাছে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ ছেলে সন্তানের মা হলেন টিউলিপ
তার ফ্রিল্যান্ডারটি উল্টে যায়। অপর গাড়িটিতে দুই নারী ও নয় মাস বয়সী এক শিশু ছিল। দুই নারী সামান্য আহত হন। তবে ফিলিপ নিজে অক্ষত ছিলেন।
ইত্তেফাক/টিএস