শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ১২

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

আফগানিস্তানে সামরিক ঘাঁটি ও পুলিশ ট্রেনিং সেন্টারে তালেবানের হামলায় ১২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই সামরিক কর্মকর্তা। হামলায় আহত হয়েছে ৩০ জন। আফঘান সরকারি সূত্রে জানিয়েছে আল-জাজিরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি  জানান, ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান শাহরে শহরে চালানো অত্যন্ত পরিকল্পিত হামলাটি শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়। হামলাকারীরা সামরিক ঘাঁটিটির গেটে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।

স্বাস্থ বিভাগ জানায়, আহতদের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের কাবুলে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতে কর্মস্থলে নারীদের জন্য নামাজের ব্যবস্থা, পাচ্ছেন ছুটি

মাইদান শাহরে শহরটি কাবুল থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত।

গত এক বছর ধরে আফগানিস্তানে হামলা জোরদার করেছে তালেবান। মার্কিন সামরিক মিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তালেবানের দখলে।

ইত্তেফাক/টিএস