শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুড়ে মরলেন ২৭ জন, পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৪৮

পাকিস্তানের বেলুচিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে আগুনে পুড়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর মুহূর্তেই উভয় যানবাহনে আগুন ধরে যায়। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ২৯ জন যাত্রী ও ৪ জন স্টাফ নিয়ে করাচি থেকে পাঞ্জগুর নামক স্থানে যাওয়ার পথে লাসবেলা-ক্রস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের করাচিতে নেয়া হয়েছে।

লাসবেলার পুলিশ কমিশনার শাব্বির মেঙ্গাল বলেন, অতিরিক্ত গতির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ওই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাদেরকে এখন চেনারও উপায় নেই।

আরও পড়ুনঃ জেলেদের জালে ৪০ বছর বয়সী কচ্ছপ, শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার

হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়ই ১৪ জনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে পুড়ে যাওয়া ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/টিএস