শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের সর্বশেষ ঘাঁটি ছাড়লো প্রায় ৫ হাজার লোক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১০:৫১

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি থেকে প্রায় ৫ হাজার লোক অন্যত্র চলে গেছে। সোমবার থেকে ওই এলাকা ত্যাগ করা এসব লোকজনের মধ্যে আইএসের প্রায় ৫০০ যোদ্ধাও রয়েছে। এ অঞ্চলে আইএস ক্রমশই তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে।

 

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।

 

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সেপ্টেম্বর মাস থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশ দির এজোর থেকে আইএস জিহাদিদের হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

মানবাধিকার সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সোমবার থেকে প্রায় ৪ হাজার ৯শ’ লোক দির এজোর প্রদেশ থেকে অন্যত্র চলে যায়। এদের অধিকাংশই নারী। এসব লোকের মধ্যে ৩ হাজার ৫শ’ জন মঙ্গলবার ওই এলাকা ছেড়ে যায়।’

 

পর্যবেক্ষণ সংস্থা জানায়, বেসামরিক লোকদের অধিকাংশই জিহাদিদের পরিবারের সদস্য।

 

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএল) ভাড়া করা ট্রাকে করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

 

ইত্তেফাক/এএম