শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বার্সেলোনার মতো ষাঁড় দৌড় আয়োজন করতে চায় সৌদি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫

সৌদি আরবকে ওই অঞ্চলের প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত করতে নানা পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। লক্ষ্য, সেখান থেকে বিলিয়ন ডলার আয় করা। পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে স্পেনের বার্সার প্যাম্পলোনার ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড়ের আয়োজনও। পরিকল্পনার মূল মদদদাতা নাকি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমর। 

 

পর্যটক ভেড়াতে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল রাজ্যটি মোমের মূর্তির একটি জাদুঘর তৈরির পরিকল্পনাও করছে। জনপ্রিয় র‍্যাপার জে. জি উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করবেন বলে আশা করছেন তারা।  

 

সৌদি আরবের নাগরিক বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি-আল-শেখ জানান, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিলিয়ন ডলার আয় করার সম্ভাবনা রয়েছে। 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুবরাজ সালমান এবং সৌদি আরবের ভাবমূর্তি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 

মঙ্গলবার রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি বিনোদন কর্তৃপক্ষের ভবিষ্যৎ কৌশল তুলে ধরা হয়। যেখানে ২০১৯ সালে তাদের কি ধরণের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তা বর্ণনা করেন সংস্থার প্রধান তুর্কি-আল-শেখ। 

 

স্পেনের প্যামপ্লোনার সান ফেরমিনের ষাঁড় দৌড়ের উৎসবের পাশাপাশি ই-গেমিং টুর্নামেন্টেরও আয়োজন করার বিষয়ে চিন্তা করছে তারা। এছাড়া অ্যানিমেশন ছবি 'আলাদিন' এবং 'দ্য লায়ন কিং' এর মতো মিউজিক্যাল এবং এনবিএ'র (আমেরিকার বাস্কেটবল লিগ) একটি ম্যাচও আয়োজন করার কথা কর্তৃপক্ষের। 

 

পরিকল্পনা রয়েছে কোরআন পাঠের একটি প্রতিযোগিতা আয়োজনের, যার প্রথম পুরস্কারের অঙ্কটা হতে পারে ১০ লাখ পাউন্ড। আরেকটি প্রতিযোগিতা হবে সবচেয়ে শ্রুতিমধুর 'আযান' এর। বিশ্বের শীর্ষস্থানীয় জাদুকরদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথাও চিন্তা করছে কর্তৃপক্ষ। 

আরো পড়ুন: পঙ্গু সেই তারা মিয়ার অবশেষে জামিন

বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি-আল-শেখ বলেন, ‘এসব প্রকল্পে  হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করবে; যেখান থেকে আয় হবে কোটি কোটি ডলার।’

 

ইত্তেফাক/অনি/ইউবি