শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিঙ্গা মুসলিম শিশুদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে: জাতিসংঘ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৫

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর নির্যাতনের তথ্য দিয়েছেন জাতিসংঘের তদন্ত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক সদস্য। 

রাধিকা কুমারাস্বামী নামের জাতিসংঘের ওই কর্মকর্তা ‘আনাদলু’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গা শিশুদেরকে বাবা-মা’র কাছ থেকে জোরপূর্বক নির্মমভাবে পৃথক করা হয় এবং এমনকি শিশুদের কখনও আগুনে ছুঁড়ে ফেলা হয়েছে।   

মিয়ানমারের রাখাইনে প্রথমে রোহিঙ্গা যুবকদের হত্যা করা হয় এবং এরপর রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়। দেশটির  বড় বড় ভবনে ও আটককেন্দ্রগুলোতে এইসব পরিকল্পিত অপরাধ চালানো হয় বলে তিনি জানান।

মিয়ানমার থেকে পালিয়ে আসা ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অবস্থান করছেন। ছবি: সংগৃহীত। 

‘আমরা মিয়ানমারের ৬জন জেনারেলকে চিহ্নিত করেছি যাদের যুদ্ধ-অপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে অবশ্যই তদন্ত চালাতে হবে,’ বলেন রাধিকা কুমারাস্বামী। 

আরো পড়ুন: ‘পাকিস্তানকে একঘরে করে দেওয়া হবে’ 

এসময় তিনি আরো বলেন, মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গারা স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। আর তা সম্ভব না হলে রোহিঙ্গা মুসলমানদেরকে অপেক্ষাকৃত বেশি নিরাপদ অঞ্চলে পাঠানো অনিবার্য হয়ে পড়বে। তথ্য সূত্র: পার্সটুডে, আনাদলু। 

ইত্তেফাক/এসআর