শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভেনেজুয়েলায় আরো ২০০টন ত্রাণ পাঠাবে আমেরিকা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১১

ভেনেজুয়েলার জনগনের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আরো ২০০ টন ত্রাণ পাঠাবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়। আগামী দিনগুলোতে এসব ত্রাণ পাঠানো হবে। 

পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ভেনেজুয়েলার জনগনকে নিয়ে অনেক চিন্তিত।

এর আগেও আমেরিকা ভেনেজুয়েলার জন্য ত্রাণ পাঠিয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হস্তক্ষেপে এসব ত্রাণ কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে থাকে। মাদুরোর অভিযোগ আমেরিকা এসব 'লোক দেখানো' ত্রাণ পাঠাচ্ছে।  

এসব ত্রানের মাধ্যমে ভেনেজুয়েলায় অভ্যুত্থান ঘটনোর চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন মাদুরো। এসব ত্রাণ ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অনুরোধে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: আগামীকাল পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ 

দেশটিতে গত এক মাস ধরে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছে। এছাড়া ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই শোচনীয়। দেশটিতে অসংখ্য মানুষ খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে, হাসপাতাল গুলোতে পর্যাপ্ত ওষুধের অভাবে মারা যাচ্ছে অনেক শিশু।  

ইত্তেফাক/এসআর