শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২৪

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯

সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত শহর ইদলিবে জোড়া বোমা হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫১ জন। সোমবার এ হামলা চালানো হয়। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।  

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিবের মূল শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণটি একটি গাড়িতে হয়। এরপর ওই বিস্ফোরণে কাছে একটি এ্যাম্বুলেন্স নিয়ে আসা হলে একটি মটর সাইকেলে করে আবার বিস্ফোরণ ঘটানো হয়। 

এতে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন: বিশ্বের সেরা ‘টয়লেট পেপার’ পাকিস্তানের পতাকা! 

অ্যালায়েন্স কমান্ডাররা জানান, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও আইএস সংশ্লিষ্টদের ওপর এই হামলা করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে আগে থেকে বোমা লাগানো ছিলো। হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক কর্মী। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তারা সেখানে পৌঁছেছিলেন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের দেহ সরিয়ে নিয়ে যাচ্ছে ত্রান কর্মীরা। তথ্যসূত্র: সিবিসি, রয়টার্স।  

ইত্তেফাক/এসআর