শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বালাকোটে হামলায় ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের সন্ত্রাসীরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

ভারত দাবি করেছে, পাকিস্তানের বালাকোটে তাদের বিমান হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানি সন্ত্রাসীদের হত্যা। লক্ষ্যস্থলে জইস-ই-মুহম্মদের ঘাঁটি ছিল। 

ভারতের দাবি, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে জইস-ই-মুহম্মদের ঘাঁটি রয়েছে বলে পাকিস্তানকে আগেই হুঁশিয়ারী দিয়েছিল ভারত। জইসে আলফা জঙ্গিরও  ঘাঁটি রয়েছে বলে জানিয়েছিল তারা।

বিমান হামলার বিষয়ে ভারত দাবি করেছে, তাদের হামলায় ‘প্রায় ৩০০ সন্ত্রাসী’ নিহত হয়েছে। তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

এ হামলাকে কেন্দ্র করে কঠোর জবাব দিয়েছে ইসলামাবাদ। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারতের এই হামলার জবাব সময় মতো দেওয়া হবে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারে ডাকাতের হামলা, আহত ১০

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী ৪০ জন ভারতীয় সেনা হত্যাকে হত্যা করে। তারপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সূত্রঃ বিবিসি।

ইত্তেফাক/নূহু