শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি’ হলেন কাইলি জেনার

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২৩:২০

ফোর্বের সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হলেন কাইলি জেনার। কারদাশিয়ান পরিবারের সবচে ছোট সদস্যটি এ টাকা বানিয়েছেন তার কসমেটিক সামগ্রীর ব্যবসার মাধ্যমে।

২১ বছর বয়সী কাইলির নিজস্ব সৌন্দর্যবর্ধক সামগ্রীর ব্যবসা আছে। মাত্র ৩ বছর বয়স সে ব্যবসার। যা কেবল গত এক বছরে কাইলিকে লাভ দিয়েছে ৩৬ কোটি ডলার।

শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

এ সাফল্যে  ফোর্বসকে দেওয়া কাইলির বক্তব্য হলো, ‘আমি ভবিষ্যৎ দেখতে পাই না, ভাবিও না। তবে পরিশ্রমে বিশ্বাসী। আর পরিশ্রমের যে প্রতিদান পেয়েছি তা সত্যিই অপ্রত্যাশিত।’

আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আসছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

ফোর্বের সর্বশেষ তালিকা অনুযায়ী ধনীদের তালিকায় প্রথমে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার। যা ২০১৮ সালে ছিল মাত্র ১৯ বিলিয়ন ডলার।

সূত্রঃ বিবিসি।

ইত্তেফাক/নূহু