শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছাড়া পেল কিমের সৎভাই হত্যা মামলার অভিযুক্ত নারী

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৪:০০

মালয়েশিয়ার একটি আদালত সোমবার উত্তর কোরীয় নেতা কিং জং উনের সৎভাইয়ের হত্যায় অভিযুক্ত এক ইন্দোনেশীয় নারীকে ছেড়ে দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করায় এ রায় দেয় আদালত।

ইন্দোনেশীয় নারী সিতি আসিয়া ও ভিয়েতনামের নারী দোয়ান থি হুয়োং-এর বিরুদ্ধে উত্তর কোরীয় নেতা কিং জং উনের সৎভাই কিম জং নামকে হত্যার অভিযোগ আনা হয়।

২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে যুদ্ধকালীন সময়কার পদ্ধতিতে এ হত্যাকাণ্ড বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়। 

শাহ আলম উচ্চ আদালতের বিচারক আজমিন আরিফিন বলেন, ‘সিটি আইশাকে ছেড়ে দেয়া হয়েছে।’

তার বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে নেয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ রায় দেয়া হয়েছে।

বিচারক বলেন, ‘তিনি এখন বাড়ি যেতে পারেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মাদ ইস্কান্দার আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার কারণ উল্লেখ করেননি।

আরো পড়ুন: নির্বাচন ঘিরে ভারতে ‘অপারেশন সেন্টার’ চালু করছে ফেসবুক 

তিনি বলেন, আইশা দেশত্যাগ করতে পারেন।

ইত্তেফাক/এসআর