শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ত্র আমদানিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১০:২৭

অস্ত্র আমদানিতে ভারতের চেয়ে অনেক পিছনে অবস্থান পাকিস্তানের। বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অন্যেদিকে পাকিস্তানের অবস্থান ১১। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার এসআইপিআরআই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। 

এসআইপিআরআই-এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্র্যান্সফার-২০১৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে ভারত।

এসআইপিআরআই (২০১৪-২০১৮) সালের করা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র আমদানিতে শীর্ষে থাকা সৌদি আরব গত বছর গুলোতে অস্ত্র কিনেছে ১২%। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত অস্ত্র আমদানি করেছে ৯.৫%। অন্যদিকে পাকিস্তান গত বছর গুলোতে ২.৭% অস্ত্র আমদানি করেছে যা ভারতের চেয়ে অনেক কম।

আরও পড়ুন:  ফের হারলেন থেরেসা মে    

এসআইপিআরআই-এর প্রতিবেদনে অনুযায়ী সারা বিশ্বে অস্ত্র বিক্রি দেশ হিসেবে প্রথম আমেরিকা। এরপরই আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন।

ইত্তেফাক/এসআর