শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বালকের সঙ্গে যৌনতা, যাজকের কারাদণ্ড

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৮:০৫

গির্জায় শিশুদের ওপর  যৌন নিপীড়ন চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ার শীর্ষ ধর্মযাজক জর্জ পেলকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মেলবোর্নের প্রধান গির্জায় গায়ক দলের ২ সদস্যকে দিয়ে দিয়ে ওরাল সেক্স করান তিনি। বিবিসি, এএফপি।  

জর্জ পেল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ভ্যাটিকানের কোষাধ্যক্ষ। প্রধানমন্ত্রীর বন্ধু পেলকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষমতাধর ধর্মীয় গুরু বলা হয়।

পেলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালে গির্জার গায়ক দলে থাকা ১৩ বছর বয়সী ওই দুই শিশু মদপান করলে তাদের ‘পবিত্র’ করতে ডাকেন তিনি। পরে এক শিশুকে দিয়ে ওরাল সেক্স করান। এ ঘটনার এক বছর পর অপর শিশুর সঙ্গেও যৌন আচরণ করেন।

মেলবোর্নের একটি আদালতের বিচারক পিটার কিড বুধবার এ ধর্মযাজককে উদ্দেশ করে বলেন, তিনি নির্লজ্জভাবে এবং জোরপূর্বক দুই শিশুর ওপর যৌন আক্রমণ চালিয়েছেন।

তবে  ৭৭ বছর বয়সী জর্জ পেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

এক সমীক্ষায় দেখা যায়,  অস্ট্রেলিয়ার গির্জাগুলোয় যাজক ও পাদ্রীদের বিরুদ্ধে হাজার হাজার শিশুকে যৌন নির্যাতন করার প্রমাণ মিলেছে।

আরও পড়ুনঃ ঢাকা-কলকাতা লঞ্চ সার্ভিস চালু হচ্ছে ২৯ মার্চ

দেশটিতে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত ‘রয়্যাল কমিশন’ এর এক প্রতিবেদনে দেখা গেছে, গত ছয় দশকে শিশুকামী যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে প্রায় চার হাজার ৪৪০ অস্ট্রেলীয় শিশু।

ইত্তেফাক/টিএস