বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২ স্ত্রীর খরচ জোগাতে দিশেহারা স্বামী, ছাপালেন লাখ লাখ টাকার জাল নোট

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৫:০৩

দুই স্ত্রীর একজন মডেল,অন্য জন গৃহবধূ। তাদের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলো স্বামী। তাই একপ্রকার বাধ্য হয়েই নাকি ছাপিয়েছেন কয়েক লাখ টাকার জাল টাকার নোট। এমন ঘটনা ঘটেছে ভারতে। 

ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়,  অভিযুক্ত ওই ব্যক্তির নাম দেবকুমার রামরতন প্যাটেল (৩৭)। পেশায় একজন চিত্রলেখক।তিনি মুম্বাইয়ের বাসিন্দা। গত সোমবার মুম্বাইয়ের বোরিভলির এসভি রোডে তাকে গ্রেফতার করে পুলিশ।  

জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় অন্তত ১৫ লাখ টাকার জাল নোট ছাপান। এরপর একটি ব্যাগ নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেড়ান। এসব জাল নোট মধ্যপ্রদেশে পাচারের উদ্দেশ্য পাচারের কথা ছিল। কিন্তু তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ গ্রেফতার করে।  

এরপর তার বাড়ি থেকেও পুলিশ তল্লাশি চালিয়ে ২০০০, ৫০০ ও ২০০- র প্রায় ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করে। সঙ্গে একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারও উদ্ধার করে পুলিশ। 

আরো পড়ুন: ‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা 

জেরায় অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশকে জানায়, দুই স্ত্রীর খরচ চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল, তাই বাধ্য হয়ে এ কাজ করেছে।  

ইত্তেফাক/এসআর