শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তেলআবিবে রকেট হামলায় ৫ ইসরাইলি আহত

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৬:১৩

ইসরাইলের তেলআবিব শহরের উত্তরাঞ্চলে একটি আবাসিক এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এতে একটি বাড়িতে আগুন ধরে যায় ও পাঁচ জন আহত হয়। সোমবার পুলিশ ও চিকিৎসা কর্মীরা একথা জানান। খবর এএফপি’র।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়েছিল। পুলিশ জানায়, বাড়িটি মিশমেরেত এলাকায় অবস্থিত।

চিকিৎসা কর্মীরা জানায়, তারা এই ঘটনায় আহত ৫ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে ৪ জন সামান্য আহত হয়েছে।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আরও পড়ুনঃ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করব এবং এরপর আমি কাছ থেকে অভিযান পরিচালনার জন্য ইসরাইলে ফিরে আসব।’

ইত্তেফাক/টিএস