বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আইএসের ৫০ টন সোনা লুট করে নিয়ে গেছে মার্কিন সেনারা’

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:০১

সিরিয়ার সদ্য পরাজিত আইএসের নিয়ন্ত্রনে থাকা এলাকা থেকে ৫০ টনের বেশি সোনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা। কুর্দি সংবাদ সংস্থা বাস এর বরাত দিয়ে এমন খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) মুক্ত করার পর ওই সব এলাকা থেকে অন্তত ৫০ টন সোনা লুট করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা। সব চেয়ে বেশি সোনা পাচার করা হয়েছে দার এ যোহর এলাকা থেকে। প্রাথমিকভাবে ওইসব সোনা মার্কিন সেনাদের ঘাঁটি কবানিতে পাঠানো হয়।

বিভিন্ন কুর্দি আঞ্চলিক গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ৫০ টন সোনা ইরাকের মসুল শহরে জঙ্গিদের কাছ থেকে জব্দ করেছিলো মার্কিন সেনারা। এরপর সেগুলো পাচার করে তারা।

স্থানীয় কয়েকজন দাবি করেন, জঙ্গিদের কাছ থেকে মার্কিন সেনারা বিপুল পরিমাণ সোনা জব্দ করে পাচার করেছে। স্বর্ণগুলো বড় বড় বাক্সে করে অন্যত্র নিয়ে যেতে দেখেছেন তারা।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে মমতার দলে তারার মেলা

আইএসের কাছ থেকে জব্দ করা স্বর্ণের কিছু অংশ কুর্দি সশস্ত্র দল পিকেকে-কে দেয়া হয়।

এদিকে, যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র সমর্থিত পিকেকে আইএসের ৪০ টন সেনা হস্তগত করেছে।

ইত্তেফাক/টিএস