শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হুয়াওয়ের নির্বাহীকে গ্রেপ্তারে রাজনৈতিক উদ্দেশ্য নেই: ট্রুডো

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:১৮

চাইনিজ টেলিকম জায়ান্ট হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান মেং ওয়াঝৌকে গ্রেপ্তারে কোন ধরণের রাজনৈতিক উদ্দেশ্য নেই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ মন্তব্য করেছেন। খবর বিবিসির।   

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রুডো বলেন, কানাডা সরকার কয়েকদিন আগে থেকে মেংকে গ্রেপ্তারের বিষয়টি জানে। 

তিনি আরো বলেন, আমাদের সরকার এ গ্রেপ্তারে কোন ধরণের রাজনৈতিক ভূমিকা রাখেনি। কানাডা এমন একটি দেশ যেখানে স্বতন্ত্র বিচার ব্যবস্থা আছে, এ বিষয়ে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই।

আরো পড়ুন: আমরা কারো ভাড়াকৃত বন্দুক না: ইমরান খান​

গত ১ ডিসেম্বর মেং ওয়াঝৌকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে কানাডার বিচার মন্ত্রী জানান, ‍হুয়াওয়ের ডেপুটি প্রধান মেং কে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের দাবি করেছে। তার জামিন শুনানি শুক্রবার অনুষ্ঠিত হবে।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। 

অন্যদিকে চীন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। শিগগিরই মেং-এর মুক্তির দাবি করেছে। 

ইত্তেফাক/এসআর