শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইয়েলো ভেস্ট ও পুলিশের সংঘর্ষে উত্তাল ফ্রান্স

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

ইয়েলো ভেস্ট বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে  শনিবার  চরম উত্তেজনা বিরাজ করছে ফ্রান্সে। ইতিমধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ৩৬১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। 

বিক্ষোভকারীদের হটাতে দেশটি কমপক্ষে ৯০ হাজার সৈন্যকে রাস্তায় নামিয়েছে। বন্ধ ঘোষণা করেছে স্কুল, কলেজ, দোকান-পাট ও বিভিন্ন অফিস আদালত।   

বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও গুলি চালানো হচ্ছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

পুলিশ জানায়, বিক্ষোভকারীদের কাছ থেকে হাতুড়ি ও বেসবল ব্যাট পাওয়া গেছে। 

আরো পড়ুন: তবুও আশাবাদী ট্রাম্প! 

দেশটির পুলিশের এক মুখপাত্র জানায়, প্যারিসের এক  রাস্তায় ১৫'শ এর মত বিক্ষোভকারী জড়ো হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ বিক্ষোভকারীদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। 

এর আগে গতকাল সহিংসতা এড়াতে দেশটির পক্ষ থেকে আইফেল টাওয়ার বন্ধ করার ঘোষণা করে।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, দাঙ্গাকে কেন্দ্র করে শনিবার দেশটির রাজধানী প্যারিসে সাঁজোয়া যানসহ দেশব্যাপী ৮৯ হাজার পুলিশ মোতায়েন রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মাঝে রাজধানীর সজ-এলিজি এলাকার দোকানপাট ও রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে পুলিশ। এছাড়া বেশ কিছু জাদুঘরও একই কারণে বন্ধ রাখা হবে।

জ্বালানির কর বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ১৭ নভেম্বর থেকে চলছে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলন। এই আন্দোলন ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়। বর্তমানে এ আন্দোলন জোরালো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে।ফলে সহিংস রূপ ধারণ করে। তথ্য সূত্র: বিবিসি/রয়টার্স/আল-জাজিরা। 

ইত্তেফাক/এসআর