শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালয়েশিয়ায় দুর্নীতির মামলায় নাজিব রাজাক গ্রেপ্তার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতির মামলায় দুর্নীতি বিরোধী কমিশন তাকে গ্রেপ্তার করে। গতকাল দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে গেলে স্থানীয় সময় সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করেন কর্মকর্তারা।

এর আগে ১০টা ৪২ মিনিটের দিকে তিনি কমিশনের সদরদপ্তরে প্রবেশ করেন।

ওয়ানএমডিবি’র এক প্রতিবেদনে গরমিলের ফলে অধিকতর তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে গত ২৫ নভেম্বর মালয়েশিয়ার বর্তমান অডিটর জেনারেল তার পূর্বসূরির বিরুদ্ধে ২০১৬ সালে ওয়ানএমডিবি’র অডিট রিপোর্ট আংশিক পরিবর্তন করে উত্থাপনের অভিযোগ করেন। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) কেলেংকারির ঘটনায় এর আগে গত জুলাই ও সেপ্টেম্বরে দুই দফায় গ্রেপ্তার হয়েছিলেন নাজিব রাজাক। - স্টার অনলাইন

ইত্তেফাক/আরকেজি