শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেন্দুয়ায় ধানবীজে প্রতারিত কৃষক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৪

কেন্দুয়া উপজেলায় নকল আমন বীজ কিনে প্রতারিত চার কৃষকের ১০ একর জমিতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।

উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক রাশিদুল কুবাদ বাদশা জানান, আবাদের শুরুতে স্থানীয় বেখৈরহাটি বাজার থেকে বিশ প্যাকেট আমন বীজ কিনে চারা তৈরি করে ৮ একর জমিতে ধান রোপণ করেন। আবাদকৃত জমিতে ধানের শীষ গজালে দেখা যায়, বিভিন্ন জাতের ধানের মিশ্রণ। ফসলের দুরাবস্থা দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকতা মো. আনিসুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে থেকে অভিযোগ পেয়েছি। কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা করা হবে।