শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চলো হই বিজ্ঞানী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৫৪

গ্রন্থনা :শুভ্র সজীব

কেমন আছ বন্ধুরা? আশা করি সবাই ভালো আছ। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে মজার একটি সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে। ছেলেবেলায় আমিও অনেকবার এটা করেছি। তো চলো শুরু করা যাক—

 

চুম্বকের নাচ 

মজার এই পরীক্ষাটি করার জন্য লাগবে একটি চুম্বক আর বালি। অনেকেই হয়তো বুঝে ফেলেছ পরীক্ষাটি কী? আচ্ছা আমি খুলে বলছি। প্রথমে চুম্বকটি একটি পলিথিনে মুড়ে নাও। তারপর চুম্বকটিকে বালির মধ্যে ওলটপালট করো। দেখবে চুম্বকের গায়ে চুলের মতো কালো কালো কীসব লেগে আছে। এবার পলিথিন আস্তে আস্তে খুলে ফেল যেন কালো বালির গুঁড়োগুলো পলিথিনে থেকে যায় আর চুম্বকটি বের হয়ে আসে। এবার একটি সাদা কাগজে কালো বালির গুঁড়োগুলো রেখে কাগজের নিচে চুম্বক নিয়ে নাড়াচাড়া করলেই দেখবে বালির গুঁড়োগুলো নাচা শুরু করেছে। চুম্বক সরালে গুঁড়োগুলোও চুম্বকের সাথে সাথে চলবে।

 

কারণ : তোমরা নিশ্চয়ই জানো চুম্বক লোহাকে আকর্ষণ করে। বালির মধ্যে একধরনের পদার্থ থাকে যাকে ম্যাগনেটাইট বলে। এটা আসলে লোহার একটা যৌগ। লোহা যেহেতু চুম্বককে আকর্ষণ করে তাই বালির মধ্যে থাকা ম্যাগনেটাইট চুম্বকের আকর্ষণে চুম্বকের সঙ্গে লেগে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন