শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চ্যালেঞ্জ আশা করছেন রোহিত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:১৮

আজ নাগপুরে অলিখিত ফাইনাল খেলবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ভারতের অনভিজ্ঞ বোলারদের চাপে ফেলতে চান তারা। তার এই কথাটা অনেকটাই মেনে নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বললেন, একটা ভালো আন্তর্জাতিক দল হিসেবে বাংলাদেশ ট্রফি নির্ধারণী ম্যাচে ট্যালেঞ্জ ছুড়বে, এটাই স্বাভাবিক। তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে বড়ো চ্যালেঞ্জ আশা করছেন।

তার দলের বোলিং যে অনভিজ্ঞ, সেটা সংবাদ সম্মেলন জুড়েই স্বীকার করে গেলেন রোহিত শর্মা। বললেন, বাংলাদেশ এই বোলারদের চাপে ফেলতে পারবে। তবে চাপ উের নিজেদের স্কিল দেখাতে হবে বলে বললেন ভারতীয় অধিনায়ক, ‘একটা আন্তর্জাতিক দল সব সময় আপনাকে চ্যালেঞ্জ করবে। তাদের ব্যাটসম্যানরা আপনাকে চ্যালেঞ্জ করবে, চাপে ফেলতে চেষ্টা করবে। আর এরকমটা যখন ঘটবে তখনই তো আমাদের বোলাররা রুখে দাঁড়াবে। আমরা এই ফরম্যাটে দেখেছি যে, আপনি যখন একটা বা দুটো ম্যাচ খারাপ করবেন তখন চাপে পড়ে গেলে নিজের স্কিলটা দেখাতে পারবেন না।’

নিজের বোলারদের অনভিজ্ঞতার কথা অকপটে মেনে নিয়ে রোহিত বললেন, তাদের অভিজ্ঞ হয়ে ওঠার এটাই সুযোগ, ‘হ্যাঁ, তারা (ভারতের বোলাররা) খানিকটা অনভিজ্ঞ। তবে এটাই শিখে নেওয়ার সঠিক সময়। আমরা সবসময়ই বলি, আপনাকে ঘরোয়া ক্রিকেট খেলতে খেলতে শিখতে হবে। তবে আমি মনে করি, আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগ পর্যন্ত বুঝতে পারবেন না যে, আপনি একজন বোলার হিসেবে কোথায় আছেন। আমাদের বোলিং গ্রুপের জন্য এটা তাই খুব চ্যালেঞ্জিং সময়।’

তবে এই অনভিজ্ঞ বোলিং গ্রুপের মধ্যে যুজবেন্দ্র চাহালকে বলছেন রোহিত একটা বিশেষ ব্যতিক্রম, ‘এটা খুব, খুব নতুন একটা বোলিং ইউনিট। তবে চাহাল গত দুই ম্যাচেই অসাধারণ ধারাবাহিক ছিল। সে প্রমাণ করেছে, সে সাদা বলের ক্রিকেটে কেন এত ভালো। ওয়ানডেতেও সে আমাদের হয়ে খুব ভালো করেছে।’

গত ম্যাচে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। নিজের ব্যাটিংয়ের রহস্য উন্মোচন করতে চাইলেন না তিনি। বললেন, সেঞ্চুরি তার লক্ষ্য ছিল না, ‘আমি যদি রহস্যটা বলে দেই, তাহলে সেটা ওরা (বাংলাদেশ) জেনে ফেলবে এবং আমাকে আটকে ফেলবে। আমি এটা প্রকাশ করতে পারি না। আমি সেঞ্চুরির কথা ভাবছিলাম না। আমি জয়ের কথা ভাবছিলাম। আর সেটা পেয়ে আমি খুব খুশি।’

বাংলাদেশের বিপক্ষে আজকে নাগপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন রোহিত। এখানে বোলাররা কিছু সহায়তা পাবে বলে তার ধারণা, ‘নাগপুরে সাধারণ ক্রিকেট খেলার জন্য খুব ভালো উইকেট হয়। আপনি সঠিক জায়গায় বল করলে এই উইকেট আপনাকে বোলার হিসেবে ভালো করতে সহায়তা করবে। আর রাজকোটের উইকেটেও কিন্তু বোলারদের জন্য কিছু ছিল। আমাদের স্পিনাররা ওখানে ভালো টার্ন পেয়েছে। আসলে আপনার যদি ভাণ্ডারে বৈচিত্র্য ও স্কিল থাকে, তাহলে উইকেট তেমন কোনো ব্যাপার নয়।’