শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এই সময়ের ছড়া

দুটো ছড়া

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:০৬

 

জীবন

 

একা একা ভাবছি বসে...

কী করি উপায়

এক জীবনে ধুঁকে ধুঁকে

বেঁচে থাকাই দায়!

 

চাকরি করেও পাইনে বেতন...

নেই কোনো বোনাস

দুঃখ-কষ্টে দিন কেটে যায়

মাসের পরে মাস!

 

জিনিসপাতির দাম বেড়েছে

ভীষণ রকম চড়া,

এখন তো আর আগের মতো

হয় না বাজার করা!

 

অবক্ষয়

 

অহর্নিশ আতঙ্ক...জাগছে মনে ভয়

এই সমাজে পদে পদে

ভীষণ অবক্ষয়!

 

এই সমাজে ধস নেমেছে

ঘুণ ধরেছে...ঘুণ

কী নিষ্ঠুর নির্মমতা

নৃশংসতা খুন!

  

বাঁধ ভেঙেছে...বাঁধ

এই সমাজে ক্রমাগত

বাড়ছে অপরাধ!