শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এই সময়ের ছড়া

পেঁয়াজ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৫৭

 

বলেন দেখি বন্ধুরা আজ, বলেন দেখি জোরে

কার বা এত দাম বেড়েছে, কিনলে মাথা ঘোরে?

কেজি বিকোয় শ-এর বেশি, আগে ছিল কুড়ি

কিনত সবাই ঝোলা ভরে, নয় তো বাঁশের ঝুড়ি।

খেত লোকে ভুনা-ভানা, আরো ভাজি কত

দিত বেঁটে ঘন ঝোলে, রাঁধত মনের মতো।

কাটলে তাকে চোখে যেন কাঁদানে গ্যাস লাগে

দামটা শুনে ক্রেতা এখন অন্য সড়ক মাগে।

 

জানি সবাই বলবে আমায়, ‘মস্ত বড়ো গাধা,

পেঁয়াজের গুণ কে না জানে, এক্কেবারে হাঁদা।’

মানলাম আমি গরু-গাধা, ঘিলু গেছে ভাটি

বোঝান এবার বুদ্ধি দিয়ে, কারা নাড়ে কাঠি।

মগের মুলুক না হলে কি এমন করে পারে?

সিন্ডিকেটই মহারাজা, দামের ঝাঁজে মারে।