বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বুলবুল তাণ্ডবে লণ্ডভণ্ড বামনা

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৬:২৭

বরগুনার বামনায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে প্রায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি আংশিক ও পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের টিনসেট ভবন। ভেঙে পড়েছে কয়েক সহস্রাধিক বিভিন্ন গাছ। বাঁধ ভেঙে বেড়িবাঁধ এলাকায় লোকালয়ে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গিয়েছে শতাধিক মাছের ঘের। ভেঙ্গে পড়েছে কয়েকশ পানের বরজ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন ধান। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎহীন রয়েছে সমগ্র উপজেলা। রাস্তার ওপরে গাছপালা ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের সময় ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ। 

উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সিএম রেজাউল করিম জানান, ঝড়ের কবলে পড়ে আমন ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়ে পানির নিচে তলিয়ে গেছে। 

আরও পড়ুন: টানা ছুটিতে ‘বুলবুল’ বাগড়ার পর সমুদ্রস্নানে পর্যটক, তৎপর লাইফগার্ড

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এসএম বদিউজ্জামান জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাছের ঘের ভেসে গেছে। 

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা চালু করতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আশ্রয় কেন্দ্র গুলোতে শুকনো খাবার দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসি