বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৬

বানারীপাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়া বন্দর বাজারে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদের নেতৃত্বে বন্দরের দুটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় রিয়াজের দোকান থেকে অবৈধ জাল উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক পালিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন রবিবার

পীরগাছা (রংপুর) সংবাদদাতা দীর্ঘ সাড়ে ছয় বছর পর আগামীকাল রবিবার পীরগাছা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উত্সাহ-উদ্দীপনা। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করার দাবি করেছেন তৃণমূল নেতাকর্মীরা। উপজেলার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল বলেন, আমরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে প্রস্তুত। প্রার্থী যেই হোক দলের ত্যাগী নেতাকেই ভোট দিয়ে নির্বাচন করবো।

দুই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রথমে উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সন্ধ্যা সাড়ে ৬টায় সাকুচিয়া আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব কলেজ হল রুমে উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সিরাজ কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এরপর রাত ৮টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নাসিরনগরে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।  উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিমের সভাপতিত্বে স্মৃতি সংসদের সভাপতি মাজারুল পাঠান রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে শুক্রবার নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বৃত্তি শুরু হয়েছে। জেলার পশ্চিম অঞ্চলের চারটি কেন্দ্রে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

গৌরনদীতে মহড়া ও প্রশিক্ষণ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদীতে শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্পের ওপর মহড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গৌরনদী ফায়ার স্টেশনের উদ্যোগে টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও ভূমিকম্পের ওপর মহড়া ও প্রশিক্ষণ প্রদান শেষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। টরকী বন্দর বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

গবেষণা সম্প্রসারণ শক্তিশালীকরণ কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের এ এস এম কামাল উদ্দিন স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের এনটিপি-২ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকালে রাজশাহী ও বগুড়া অঞ্চলের গবেষণা সম্প্রসারণ শক্তিশালীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আমজাদ হোসেন।

মেলান্দহে বিকেডিএর বৃত্তি পরীক্ষা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে শুক্রবার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেডিএ) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিভাগীয় পরিচালক কামাল পাশা, মেলান্দহ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক রিয়াজুল ইসলাম, সহসভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ও জননী কিন্ডারগার্টেনের পরিচালক মো. রবিন মিয়া প্রমুখ পরীক্ষা পরিচালনা করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় কাঠালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ।

বজ্র নিরোধক তালবীজ বপন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার বিনেরপোতা-হরিণখোলা মাঠে বৃহস্পতিবার বিকালে রাস্তার দুপাশে ৫০০ বজ্র নিরোধক তালবীজ বপন করা হয়েছে। গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ, খুলনার আয়োজনে ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশাররফ হোসেন।

বুড়িমারী স্থলবন্দর চালক সমিতির নতুন কমিটির শপথ 

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। বুড়িমারীর নিজ কার্যালয়ে শপথগ্রহণ করান বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ নেওয়াজ নিশাদ।

প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে শিশু শিক্ষার ভিত্তি মজবুতকরণের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডিজিটাল কনটেইন্ট বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা জলবায়ু পরিবর্তনের প্রভাব-সম্পর্কিত প্রতিবেদন তৈরিতে দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের আট দিনব্যাপী ‘ট্রেনিং অন এগ্রিকালচার ইন দ্য চেঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) আয়োজিত ঐ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন আইআইএফএসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. হারুনুর রশীদ।